E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছড়াকার রিয়াজুল ইসলাম রিয়াজ'র জন্মদিন বুধবার

২০২৪ ডিসেম্বর ৩১ ২০:০৩:০০
ছড়াকার রিয়াজুল ইসলাম রিয়াজ'র জন্মদিন বুধবার

বদরুল হায়দার :


১ জানুয়ারি বুধবার ছড়াকার রিয়াজুল ইসলাম রিয়াজ এর জন্মদিন।  ১৯৮৪ সালের এই দিনে ফরিদপুরের কানাইপুরের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। অল্প বয়স থেকেই রিয়াজ লেখালেখিতে যুক্ত হন। কিশোর বয়সে ছড়া, কবিতা ও কলাম লিখে সাহিত্য পরিমন্ডলে যাত্রা শুরু করেন। মফস্বল শহর ফরিদপুর থেকে ঢাকায় আসার পর জাতীয় দৈনিক, মাসিক ও সাময়িকীতে তাঁর ছড়া, প্রবন্ধ ও কবিতা নিয়মিতভাবে প্রকাশিত হতে থাকে।

নতুন শতাব্দিতে রিয়াজ জাতীয় সংবাদ পত্রের সাথে সরাসরি সম্পৃক্ত হন। দৈনিক সমকালিন ছড়া লিখে প্রবীণ নবীন সব পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে তার রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে লেখা ছড়া গুলো পাঠক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রিয়াজ লেখালিখির বাইরে একজন সার্বক্ষণিক সমাজসেবক। এখন পর্যন্ত রিয়াজের লেখা সহস্রাধিক ছড়া বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে বেশি লিখেছেন তিনি। রিয়াজের ছড়া কবিতায় সমসাময়িক ঘটনাবলি রয়েছে ব্যাপকভাবে। গভীর মনোযোগী রাজনৈতিক সচেতন লেখক হিসেবে ছড়া কবিতার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলাম লিখেছেন তিনি। এখন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সাময়িকীতে রিয়াজের তিন শতাধিক কলাম প্রকাশিত হয়েছে। জীবনবাদী মানুষের স্বপক্ষের লেখক হিসাবে তাঁর রচনায় সাহসী উপকরণ রয়েছে। মানুষের সুখ-দুঃখ আনন্দ-বেদনা উৎসাহ-উচ্ছাস রয়েছে গভীর মমতায়। তাঁর ছড়া কবিতার মূল বৈশিষ্ট্য মানুষের চেতনাকে জাগ্রত করা। তাঁর লেখায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসেছে সাহসের সাথে।

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় গণমাধ্যম দৈনিক বাংলা ৭১ ও অনলাইন পোর্টাল উত্তারিধকার ৭১’র নিউজের বিশেষ প্রতিনিধি রিয়াজুল ইসলাম রিয়াজ একজন সত্যিকারের রাজনৈতিক ও সমাজ সচেতন ছড়াকার। দ্রোহ, ক্ষোভ ও প্রতিবাদী এ ছড়াকারের কাব্য চর্চা সর্বদা শুভ ও সার্থক হোক এটাই প্রত্যাশা আমাদের। শুভ হোক ছড়াকার রিয়াজের জন্মদিন। জয়তু জন্মদিন রিয়াজ।

লেখক : সম্পাদক, প্রকাশক ও কবি

পাঠকের মতামত:

০৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test