E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বদরুল হায়দার’র কবিতা

২০২৩ এপ্রিল ১৬ ১৭:৩২:১৯
বদরুল হায়দার’র কবিতা







 

আবহমান বাংলা মন

চৈত্র সংক্রান্তি চলে যাওয়ার সাথে তোমার বিভ্রান্তি
ছিঁচ কাঁদানো আবেগ, শান্তি কামনায় বৈশাখী ফ্যাশন
সব মিলিয়ে দ্বিগুণ আয়োজন চলে নতুনানন্দের টানে।
নববর্ষে মনের উৎকর্ষের তাড়নায় সুদূরের স্পর্শে
ডোরাকাটা আবেগের পরামর্শে বহুমূল্যে তোমাকে হারাই।
স্বপ্ন দরশনে দুঃখকে তুলে দিই ইস্টিমারে। স্নায়বিক
লোভ শেডিংরা মিট করে নিশ্চিন্তের ঘরে
আন্তরিকতায় দাবির বিরহী অবরোধ চলে মান্যবরে।
ক্রান্তিকালে কাটেনা সময়। শান্তি ভুলে সংসারে
দিনরাতে বাড়ে গুম খুন অপহরণ বিস্ময়।
নির্দয় পাষাণ ভেবে যুক্তিতর্কের সদয় অবসানে তুমি
প্রাণ খুলে নিরাপত্তস্বার্থে জ্বালো প্রেমের শাসন।
আমি ভ্রান্তি বিলাসের অশান্তিতে বৈশাখের আগমনে
যান্ত্রিকতার বিকাশে টানি ঐতিহ্য পুরাণ।
ধান দুর্বা রঙিন কুলার ভক্তি গান প্রাণের সন্ধানে
জীবনের পরম আহ্বানে গড়ে হৃদয় আসন।
আবহমান বাংলা মন তোমাকে অভিবাদন। তুমি
বহতা প্রাণের জয়গানে মরা খালের উজানে
চিরতরুময় মাটি জলে ডেকে আনো প্রলোভন।

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test