E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘রোহিঙ্গা ইস্যুতে ফায়দা লোটার সুযোগ নেই’

২০১৭ সেপ্টেম্বর ১১ ১২:৩০:২৪
‘রোহিঙ্গা ইস্যুতে ফায়দা লোটার সুযোগ নেই’

নরসিংদী প্রতিনিধি : রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে দেশের ভেতরে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছেন। কিন্তু এখানে ফায়দা লোটার সুযোগ নেই।’

রবিবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্ধুরে দেশবন্ধু গ্রুপের নতুন অঙ্গ প্রতিষ্ঠান 'দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড'-এর বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘মিয়ানমারে এক দিনের শিশুকেও হত্যা করা হচ্ছে। এ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ যে মানবতার দৃষ্টান্ত রেখেছে, তা ইতিহাসে বিরল। ১৯৭১ সালে বাঙালিরা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছিল, রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা সেই ঘটনা মনে করিয়ে দেয়। তাই তাদের পুনর্বাসন ও সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় অনেকের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। তাদের খাদ্যও সরবরাহ করা হচ্ছে। তাদের পুনর্বাসনে বিশ্ব জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে এবং অনেকটা সফলও হয়েছি।’

প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগে দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড ১০টি পণ্যের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কারখানায় অত্যাধুনিক প্রযুক্তিতে প্রতি ঘণ্টায় ৭৪ হাজার পিস কোমল পানীয় উৎপাদন করা হবে। চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন এবং রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test