E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আ.লীগ-বিএনপি ব্যর্থ : হান্নান শাহ

২০১৪ জুন ২৬ ২০:৪৬:০৭
আ.লীগ-বিএনপি ব্যর্থ : হান্নান শাহ

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগ এবং বিএনপি অতীতে ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।

সুষমা স্বরাজের বাংলাদেশ সফরে দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত প্রাক্তন সংসদ সদস্য মরহুম আমানুল্লাহ্ চৌধুরীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ভারত-বাংলাদেশের অমীমাংসিত ইস্যু নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও বিএনপি চেয়ারপারসনের দৃষ্টিভঙ্গি এক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে উভয় দেশ উপকৃত হবে।

দীর্ঘদিন ধরে তিস্তাসহ অন্যান্য বিরোধপূর্ণ ইস্যুর সমাধান না হওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে-মন্তব্য করে তিনি বলেন, সুষমা স্বরাজ প্রকৃত বন্ধুর দৃষ্টান্ত স্থাপন করবেন।

ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে তিনি বলেন, কোনো পররাষ্ট্রমন্ত্রী কোনো দেশে সফর করলে সেই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো কূটনৈতিক ধারাবাহিকতার অংশ। এটা একটা শিষ্টাচার।

শুক্রবার খালেদা-সুষমার বৈঠকের বিষয়ে হান্নান শাহ বলেন, উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গীতিকার গাজী মাযহারুল আনোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি আব্দুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ, ড. এনামুল হক, জাসাসের সভাপতি এম এ মালেক, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল এবং প্রাক্তন সংসদ সদস্য নূরজাহান ইসলাম বুলবুল প্রমুখ।

(ওএস/এস/জুন ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test