E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘একসঙ্গে সরকারি ও বিরোধী দলে থাকা সংবিধানের সঙ্গে যায় না’

২০১৪ জুন ২৫ ১৭:০৫:৩৮
‘একসঙ্গে সরকারি ও বিরোধী দলে থাকা সংবিধানের সঙ্গে যায় না’

স্টাফ রির্পোটার : জাতীয় পার্টির একই সঙ্গে ক্ষমতাসীন দলে ও বিরোধী দলে থাকার সমালোচনা করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের। তিনি দলটির দ্বিমুখী অবস্থান বোঝাতে বলেছেন, ‘আপনি উরুগুয়ের স্ট্রাইকার, আবার ইতালির গোলকিপার—এটা হয় না।’

আজ বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মত্স্যজীবী পার্টির সম্মেলন অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন। তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। পরে হইচইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত মত্স্যজীবী দলের সম্মেলনও পণ্ড হয়ে যায়।
জি এম কাদেরের নাম ঘোষণা করা হলেও প্রথমে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। কয়েকবার অনুরোধের পর তিনি বক্তব্য দিতে আসেন।
বক্তব্য দিতে গিয়ে জি এম কাদের বলেন, ‘মানুষ জাতীয় পার্টিকে কার্যকর বিরোধী দল হিসেবে দেখতে চায়। কিন্তু আমরা কি সে বিরোধী দল আছি? একসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা সংবিধানের সঙ্গে যায় না। বাংলাদেশের রাজনীতির আবহে এটি পরিচিত না। আপনি উরুগুয়ের স্ট্রাইকার, আবার ইতালির গোলকিপার—এটা হয় না। আপনি একই সঙ্গে স্বামী আবার একই সঙ্গে স্ত্রী—এভাবে সংসার হয় না।’
জিএম কাদেরের বক্তব্যের এ পর্যায়ে মঞ্চ থেকে উঠে দাঁড়ান দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ। তখন জি এম কাদের বলেন, ‘আমি তো কাউকে মন্ত্রিত্ব ছাড়তে বলছি না। মানুষ কার্যকর বিরোধী দল দেখতে চায়।’
জি এম কাদেরের এ ধরনের বক্তব্যে রাগ করে শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ছেড়েই চলে যান জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানস্থলেও শুরু হয় হইচই। এরপর এরশাদ খুব সংক্ষেপে বক্তব্য দেন। তিনি দলে ঐক্য বজায় রাখতে আহ্বান জানান।

(ওএস/এএস/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test