E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘ক্ষমতাসীনরা দমনমূলক নীতি গ্রহণ করেছে’

২০১৪ জুন ২৫ ১২:৫২:১৮
‘ক্ষমতাসীনরা দমনমূলক নীতি গ্রহণ করেছে’

ডেস্ক রিপোর্ট : ক্ষমতাসীনরা দমনমূলক নীতি গ্রহণ করে দেশে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হয়।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। শুধু তাই নয়, এ বছরের শুরুর দিকে বর্তমান সরকার চরম দমনমূলক নীতি অবলম্বন করে ব্যাপক গণহত্যা চালিয়েছে দেশে। সাংবাদিক হত্যা এবং নির্যাতন নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়ার জন্য একের পর এক সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বিরোধীদের কণ্ঠ জনগণের কাছে না পৌছায়।

আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন আরো বলেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃশাসন চলছে। সরকারের অগণতান্ত্রিক ও অসহিঞ্চু আচরণের প্রতিবাদ করতে গেলেই লেলিয়ে দেওয়া হয় তাদের নিজস্ব বাহিনী। এই সরকারের পোষ্য সন্ত্রাসীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুরা ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে।

দেশের ধর্মপ্রাণ আলেম ওলামাদেরও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মানুষ আদালতের কাছেও কোন ন্যায়বিচার পাচ্ছে না। সরকার স্বীয় স্বার্থে আদালতকে ব্যবহার করছে। এদেশে এখন বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে।

আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন খালেদা জিয়া। তিনি বলেন, মানবিকবোধে উদ্বুদ্ধ বিশ্বের গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই স্বৈরশাসককে পরাস্ত করা সম্ভব। ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশেও একদিন জনগণের বিজয় হবে।

(ওএস/এইচআর/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test