E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : মির্জা ফখরুল

২০১৪ জুন ২৫ ১০:৪১:০২
ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে নতুন সরকার আসায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা, ভারতের নতুন সরকার ক্ষমতায় আসায় দুই দেশের দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের পথে অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনী সফরে যাত্রা শুরুর আগে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব দুস্থদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের উদ্দেশে খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনীর ছাগলনাইয়া যাচ্ছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ভারতের নতুন নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় এসে সরকার গঠন করেছে। এমনকি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সর্ম্পক জোরদারে স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী সফরে বেরিয়েছেন।

তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই লক্ষ্য করছি, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরকে বিএনপি স্বাগত জানাচ্ছে।

আগামী দিনে বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এমন বক্তব্য সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তারা যে কতটা ফ্যাসিস্ট ও গণতন্ত্রবিরোধী সরকার, তা গত ৫ জানুয়ারির নির্বাচনে প্রমাণিত হয়েছে।

ফখরুলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন- বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, মোহাম্মাদ শাহজাহান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবু প্রমুখ।

(ওএস/এইচআর/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test