E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাবিতে শিবিরের ধর্মঘটের হুমকি

২০১৪ জুন ২৪ ১১:৩৪:৩৬
রাবিতে শিবিরের ধর্মঘটের হুমকি

রাবি প্রতিনিধি : শিবির নেতার ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা (রাবি) শিবির। এই দাবিতে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা।

গত ১৬ জুন বিকেলে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনের ভেতরে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাসেল আলমকে কুপিয়ে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে এবং দুই উরুতে গুলি করে।

এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে রাবি শিবির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করলো। দাবি না মানলে আগামী বৃহস্পতিবার ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এ দিকে চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মঙ্গলবার প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে মিছিলটি শুরু হয়ে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে শেষ হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিবির নেতা রাসেল আলমের ওপর হামলাকারীদের গ্রেফতার ও ধর্মঘটের সমর্থনে রাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহরিয়ারের নেতৃত্বে চার শতাধিক নেতাকর্মী কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে মিছিল বের করে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শিবিরকর্মীরা সটকে পড়ে।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘ক্যাম্পাসে যাতে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।’

(ওএস/এইচআর/জুন ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test