E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চরিত্র পরিবর্তন হয়নি আওয়ামী লীগের

২০১৪ জুন ২৩ ১৩:৫২:৩২
চরিত্র পরিবর্তন হয়নি আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের চরিত্র বদলায় নি, অতীতে তাদের চরিত্র যেমন ছিল বর্তমানেও তেমনই রয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারোটায় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং (র‌্যাব) এর নেতৃবৃন্দের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনকে উল্লেখ করে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। এটি কোনো নির্বাচন নয় বলেও তিনি মন্তব্য করেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জঙ্গী ও সন্ত্রাসবাদের উত্থান হয়। বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসবাদের জনক। আওয়ামী লীগের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের চরিত্র বদলানোর পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল।

(ওএস/এটিআর/জুন ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test