E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খালেদা জিয়া আজ বগুড়া যাচ্ছেন

২০১৪ জুন ২১ ০৮:১৮:৩৫
খালেদা জিয়া আজ বগুড়া যাচ্ছেন

বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শনিবার বগুড়ায় যাচ্ছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর উত্তরাঞ্চলে প্রথম সফর হিসেবে ঢাকার গুলশান থেকে শনিবার বিকেলে রওনা দিয়ে রাতে বগুড়ায় পৌঁছাবেন খালেদা। তার সফরসঙ্গী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতারা থাকবেন।

বগুড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করে রবিবার বিকেলে জয়পুরহাটের এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

খালেদা জিয়ার বগুড়ায় আগমন উপলক্ষে জেলা বিএনপি গণসংবর্ধনার আয়োজন করেছে। রবিবার দুপুরে বগুড়া থেকে জয়পুরহাটে যাওয়ার সময় বেগম জিয়াকে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে সংবর্ধনা দেওয়ার জন্য মাইকিং করছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম জানান, রাস্তায় দাঁড়িয়ে বগুড়াবাসী খালেদা জিয়াকে সংবর্ধনা জানাবে। তার আগমন উপলক্ষে জেলায় অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

(ওএস/এইচআর/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test