E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিপুল ঘোষকে দেখে গেলেন আব্দুর রহমান

২০১৬ অক্টোবর ২৬ ২২:২৬:২৬
বিপুল ঘোষকে দেখে গেলেন আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আজ রাতে ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা বিপুল ঘোষকে দেখতে গিয়েছিলেন। তিনি বেশ কিছু সময় বিপুল ঘোষের পাশে থেকে তাঁর শরীর ও চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি এ সময় বিপুল ঘোষকে সাহস দিয়ে বলেন, আওয়ামীলীগ তাঁর অবদানের কথা মনে রেখেই তাঁর পাশে রয়েছে।

এ সময় আব্দুর রহমানের সাথে ছিলেন মধুখালি পৌরসভার মেয়র খন্দকার মোর্শেদ রহমান।

বিপুল ঘোষের ভাতিজি ছন্দা ঘোষ জানান, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান হাসপাতালে দেখতে আসায় তাঁর কাকা দারুণ খুশি হয়েছেন এবং নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন। ছন্দা আরও জানান, আজ বিকেলে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেনও তাঁর কাকাকে দেখতে এসেছিলেন।

হাসপাতাল সূত্র ও ছন্দা ঘোষের সাথে কথা বলে জানা গেছে , বিপুল ঘোষের
শারীরিক অবস্থার ক্রমান্নতির ধারা অব্যাহত রয়েছে। কয়েকদিনের মতো আজ বুধবারও তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে নিজেই হেঁটেছেন এবং হেঁটে হেঁটেই বাথরুমে যাতায়াত করেছেন। শারীরিক অবস্থার এই উন্নতির ধারা বজায় থাকলে আগামী শনিবার বা রবিবার বিপুল ঘোষকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হন বিপুল ঘোষ। প্রফেসর ডা. মাসুম সিরাজ প্রথমে ৫ অক্টোবর তাঁর হৃদপিণ্ডে ভাল্ব প্রতিস্থাপন করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিপুল ঘোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ অক্টোবর ভাল্ব প্রতিস্থাপন করা যায়নি। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার পর ১৫ অক্টোবর শনিবার দুপুরে হৃদপিণ্ডে অপারেশনের মাধ্যমে ভাল্ব প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়। বিপুল ঘোষের শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবরও তাঁর হৃদপিণ্ডে অপারেশন করা যায়নি। পরে ১৮ অক্টোবর বিপুল ঘোষের হৃদপিণ্ডে সফলভাবে ভাল্ব প্রতিস্থাপন করা হয়।

(এসএস/অ/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test