E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরকারের ব্যর্থতায় অপহরণ ও খুন হচ্ছে: ফখরুল

২০১৪ জুন ০২ ১৪:০৮:০১
সরকারের ব্যর্থতায় অপহরণ ও খুন হচ্ছে: ফখরুল

স্টাফ রিপোর্টার : সরকারের ব্যর্থতার কারণেই সারা দেশে অপহরণ, গুম ও খুন সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমনের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীষর্ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করছে। ৭২ থেকে ৭৫ সালে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল ঠিক একই প্রক্রিয়ার এখন আওয়ামী লীগ আবারও গণতন্ত্রকে ধ্বংস করছে।

শেখ মুজিবুর রহমানেরন খুনি আওয়ামী লীগের নেতারা। শেখ মুজিবুর রহমানের রক্ত ডেঙ্গিয়ে খন্দকার মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা শপথ নিয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

আওয়ামী লীগ অবৈধ নয়, বিএনপি অবৈধ- আওয়ামী লীগের নেতাদের এই বক্তব্যে প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। তিনি সব দল ও পত্রিকা বন্ধ করে দিয়ে লুটপাটের সমাজতন্ত্র করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু বিএনপির জন্ম হয়েছে গণতান্ত্রিক পরিবেশে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে।

শ্রমিকদলের নেতাকর্মীদৈর উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনারা প্রতিটি সেক্টর, থানা ও ওয়ার্ডে সংগঠন গড়ে তুলুন। বিএনপিকে নেতৃত্ব দিন। যাতে আমরা সামনের আন্দোলনে বিফল না হই।

দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমি বিষয়ক সম্পাদক মো. জাফরুল হাসান প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test