E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্ষমতা পাকাপোক্ত করতেই সংবিধান পরিবর্তন

২০১৪ জুন ০১ ১৫:২১:৩৫
ক্ষমতা পাকাপোক্ত করতেই সংবিধান পরিবর্তন

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতেই সংবিধান সংশোধন করা হয়েছে।

ক্ষমমতাকে চিরস্থায়ী রুপ দেওয়ার জন্যই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাপান সফর নিয়ে শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা সংবাদ সম্মেলনে বিএনপি প্রসঙ্গে দেয়া বক্তব্যের ‘জবাব দিতে এই জরুরি সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত জাপান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা।

এসময় ‘আওয়ামী লীগ আরও পচলে আমরা আন্দোলেনে যাব’ সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন, ‘ইলেকশনে না এসে বিএনপি নিজেই পচে গেছে। আমরা এখন বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখছি। না হলে তাদের এতো কথা আসে কোত্থেকে?’

(ওএস/এটিআর/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test