E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির খাবার বিতরণ কর্মসূচি

২০১৪ মে ৩১ ১১:১৮:১৪
দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির খাবার বিতরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শনিবার দ্বিতীয় দিনের মতো চলছে।

রাজধানীর খিলক্ষেতে সকাল পৌনে ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দ্বিতীয় দিনের খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

রাজধানীর আরও ২৮টি স্পটে এই খাবার বিতরণ কর্মসূচি হওয়ার কথা। এগুলো হলো- উত্তরা জসিম উদ্দিন রোড, আমির কমপ্লেক্স, হাউজ বিল্ডিং, কুড়িল, ভাটারা, মোল্লাপাড়া বাড্ডা, মহাখালী কমিউনিটি সেন্টার, তেজগাঁও বেগুনবাড়ী, ট্রাকস্ট্যান্ড, সাতরাস্তা, এফডিসির সামনে, কাওরানবাজার, ইস্কাটন গার্ডেন, হলি ফ্যামিলি হাসপাতাল, সোনারগাঁও এভিনিউ, গ্রিন রোড, কাজীপাড়া, পূরবী সিনেমা হলের সামনে, পূরবী বিএনপি কার্যালয়, কালসী বিএনপি কার্যালয়, মিরপুর বাংলা কলেজের সামনে, সনি সিনেমা হলের শাহ আলী মাজার, বুদ্ধিজীবী কবরস্থানের ২টি স্পট, খালেক এন্টারপ্রাইজ, কল্যাণপুর বাসস্ট্যান্ড ও আদাবর কমিউনিটি সেন্টার।

শনিবারের কর্মসূচিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে জানিয়েছেন দলের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

খিলক্ষেতে দুস্থদের মধ্যে খাবার বিতরণের সময় আরও উপস্থিত আছেন খিলক্ষেত থানা বিএনপির সভাপতি মো. পারভেজ, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, ঢাকা মহানগর যুগ্ম-আহ্বায়ক এমএ কাইয়ুম প্রমুখ।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test