E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘একটা দিক দিয়ে আওয়ামী লীগ পিছিয়ে আছে, তা হলো মিথ্যাচার’

২০১৪ মে ২৯ ১৩:৪৮:২১
‘একটা দিক দিয়ে আওয়ামী লীগ পিছিয়ে আছে, তা হলো মিথ্যাচার’

স্টাফ রির্পোটার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে ।

তিনি বলেন, সেনাবাহিনী, র‌্যাব, রাজনীতিবিদদের মধ্যে কিছু খারাপ লোক থাকতে পারে। তাই বলে সব বিলুপ্তি করতে হবে এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না। জিয়াউর রহমানকে যখন সেনাবাহিনী হত্যা করলো, তখন তো কেউ বললেন না সেনাবাহিনী বিলুপ্ত করতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে দেশরত্ন সেবক পরিষদ আয়োজিত ‘দেশের চলমান রাজনীতি ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মুন্সীগঞ্জের জনসভায় বিএনপির খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রস্ততি নিন। তবে আইএসআই এর এজেন্টদের ত্যাগ করতে হবে।
নারায়ণগঞ্জ ও ফেনীর বিষয়ে আওয়ামী লীগ দায় নেবে না বলে মন্তব্য করে তিনি বলেন, যেই দায়ী হোক, তাদের সবাইকে আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। তদন্ত অগ্রসর হয়েছে। পাশাপাশি কয়েকটি পদক্ষেপও নেয়া হয়েছে। এর দায় আওয়ামী লীগ নেবে না। এদের বিচার হবেই হবে। কিন্তু এসব মামলার তদন্তের কাজে বাধা দিতে বিএনপি নানা ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্র আবার শুরু হয়েছে নতুন প্রজন্মকে দ্বিধাবিভক্ত করার জন্য। একটা দিক দিয়ে আওয়ামী লীগ পিছিয়ে আছে। তা হলো মিথ্যাচার। যেভাবে বিএনপির মহাসচিব যতো বিষোদগার আর মিথ্যাচার করেন সেভাবে আমাদের নেতৃবৃন্দ কথা বলতে পারেন না।
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার প্রমুখ।
(ওএস/এএস/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test