E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে আ’লীগের মেয়র প্রার্থীকে শোকজ

২০১৫ ডিসেম্বর ২৩ ১৩:০০:৪২
পঞ্চগড়ে আ’লীগের মেয়র প্রার্থীকে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনকে শোকজ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম মঙ্গলবার রাতে তাকে শোকজ করেন।

শহরের জালাসী এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জনসভা করায় ওই প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, শহরের জালাসী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পর শব্দ বর্ধনকারী যন্ত্রাংশ ব্যবহার করে জনসভা করেন। এ বিষয়ে তাকে অবহিত করতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে ব্যর্থ হলে জেলা রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে শোকজ নোটিশ পাঠান। শোকজ নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে ।

জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল আলম আওয়ামী লীগ প্রার্থীকে শোকজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, শহরের জালাসী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনের জনসভায় অভিনেত্রী শমী কায়সারসহ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩,২০১৫)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test