E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খালেদার জনসভা শুরু

২০১৪ মে ২৮ ১৬:১৭:২৯
খালেদার জনসভা শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটে জেলা বিএনপি আয়োজিত জনসভা শুরু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখছেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জনসভাস্থলে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, যুগ্ম-মহাসিচব আমানউল্লাহ আমান প্রমুখ।

সকাল থেকেই সভাস্থলে অবস্থান করছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, সদর উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা জাসাস সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সুমনসহ শত শত নেতা-কর্মী।

এদিকে ‘খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম’; ‘বিএনপির ঘাঁটি, মুন্সীগঞ্জের মাটি’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে উঠেছে লঞ্চঘাট এলাকায় খালেদা জিয়ার জনসভাস্থল ও আশপাশের এলাকা।

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবিতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জনসভাস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।


(ওএস/এটিআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test