E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কিশোরগঞ্জে বিএনপির ২৮ নেতাকর্মীর ৩ বছর কারাদণ্ড

২০১৪ মে ২৮ ০৮:১৪:১৪
কিশোরগঞ্জে বিএনপির ২৮ নেতাকর্মীর ৩ বছর কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি : দ্রুত বিচার আইনে মামলার রায়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির ২৮ নেতাকর্মীকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতের বিচারক আলাউল আকবর এ রায় প্রদান করেন।

দ্রুত বিচার আইনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ বিএনপির ২৮ নেতাকর্মীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অন্যথায় আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ১১ জন এজলাশে উপস্থিত ছিলেন। এ ছাড়া ২ জন পূর্ব থেকেই অন্য মামলায় জেল-হাজতে ও বাকি ১৫ জন পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১২ সালের ২৯ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গণমিছিল অনুষ্ঠানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহরের বিভিন্ন স্থানে মামলায় উল্লেখিত আসামিরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও সহকারী পুলিশ সুপারের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এটিএম মাহমুদুল হক বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪ (১) ধারায় ২৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হচ্ছে- জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম মেম্বার, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু নাছের সুমন ও জেলা বিএনপির সদস্য শফিকুল আলম শিপলু।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

(এইচআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test