E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দল গোছানোর সিদ্ধান্ত নিয়েছে আ.লীগ

২০১৪ মে ২৬ ২১:৫৪:০২
দল গোছানোর সিদ্ধান্ত নিয়েছে আ.লীগ

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ পাঁচ সাংগঠনিক জেলার সম্মেলন এবং পুনর্গঠন করে দল গোছানোর সিদ্ধান্ত নিয়েছে। সাংগঠনিক জেলাগুলো হলো রাজশাহী মহানগর, খুলনা মহানগর, ঠাকুরগাঁও, বরগুনা ও কিশোরগঞ্জ।

এসব জেলার সম্মেলন ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা কমিটি পুনর্গঠন করে ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতাদের অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।

অপরদিকে যেসব জেলায় সম্মেলন করা হয়নি সেসব জেলায় আগামী ৩০ অক্টোবরের মধ্যে সম্মেলন সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বৈঠকে আওয়ামী লীগের সকল যুগ্ম সাধারণ এবং সাতটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের কোনো বিফ্রিং না করেই আওয়ামী লীগ সভাপতির কার্যালয় ত্যাগ করেন নেতারা।

কার্যালয়ের বাইরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আগামী রমজানের আগেই এই সাংগঠনিক জেলাগুলোতে সম্মেলন শেষ হবে। এরপর পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতারা সফর শুরু করবেন।’

(ওএস/এস/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test