E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশে এক অস্বাভাবিক জরুরী অবস্থা বিরাজ করছে

২০১৪ মে ২৬ ১৬:৩৪:২৫
দেশে এক অস্বাভাবিক জরুরী অবস্থা বিরাজ করছে

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস ব্রিফিং এ বলেছেন দেশে এক অস্বাভাবিক জরুরী অবস্থা বিরাজ করছে। এটির সাথে বিশ্বের কোনো দেশেরই বিভৎস নির্মম শাসনের তুলনা করা যাবেনা।

বর্তমান শাসন ব্যবস্থা বিশ্বের সকল নিপীড়ক নিষ্ঠুর শাসকদের দৃষ্টান্তকে অতিক্রম করেছে। দু:শাসনের এক অন্ধকারতম সময় গ্রাস করেছে সমগ্র জনজীবনকে।

তিনি বলেন, বর্বোরতম পরিকল্পনা ও সন্ত্রাসের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারীর একতরফা ভোটারবিহীন নির্বাচন করার পরে তারা জনগণের সকল অধিকার একে একে কেড়ে নিয়েছে। বিরোধী দলের রাজনৈতিক অধিকার গণতন্ত্রের প্রাণশক্তি। কিন্তু বর্তমান অবৈধ সরকার অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে বিরোধী দল বিনাশে নির্মম কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সুতরাং গণতন্ত্র ও সংবিধানে সভা সমাবেশ করার যে অধিকার সেটিকে তারা রাষ্ট্রের দমন যন্ত্রকে কাজে লাগিয়ে নির্মমভাবে প্রতিহত করছে।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উন্মুক্ত কিংবা ঘরোয়া কোথাও সভা সমাবেশ করতে দিতে তারা আতংকগ্রস্ত ও উদ্বিগ্ন হয়ে উঠছে। তারা একটি মনস্তাত্বিক নিরাপত্তাহীনতায় ভুগছে। এর কারণ দেশব্যাপী তাদের অপকর্ম এবং মানুষের রক্তঝরানো কর্মসূচি। তারা ঘোর দুুর্দিনে দেশকে ঠেলে দিয়েছে। দেশজুড়ে গুম, খুন, অপহরণের সংস্কৃতিতে আওয়ামী লীগ দল হিসেবে একটা নির্দিষ্ট ব্র্যান্ড হয়ে উঠেছে।

রিজভী বলেন, কদাচার, অনাচার, গুম, খুন, গুপ্তহত্যা এবং চরম দুর্নীতিতে দেশব্যাপী আর্তনাদ ও হাহাকারে তাদের মোটেও বোধোদয় হয়না। আইন প্রয়োগকারী সংস্থা এবং দলীয় প্রভাবিত মিডিয়ার প্রচারের ধুম্রজালের আড়ালেও মানুষের কষ্টযন্ত্রণা তারা ঢাকা দিতে পারছেনা। দুর্নীতি এদের সময় পাগলা ঘোড়ার মতো বেসামাল হয়ে পড়েছে। বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছে।

তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সরকারের কুকর্মগুলি জনসমক্ষে উন্মোচিত হয়ে পড়ায় বিরোধী দলকে সভা সমাবেশ করতে সর্বত্র বাধা দেয়া হচ্ছে। আর এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার অতি সক্রিয় ভূমিকায় একটি ফ্যাসিবাদী সরকারেরই সুষ্পষ্ট চিত্র ফুটে উঠে।
জনগণের বিরুদ্ধে এই অবৈধ সরকার যেভাবে খুনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে এই ফ্যাসিষ্ট নির্যাতনকে উচ্ছেদ করতে ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণ করতে হবে। আর এই ঐতিহাসিক প্রতিশোধ হচ্ছে জনগণের ঐক্যবদ্ধ শক্তি প্রয়োগ। আওয়ামী লীগ ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেয়নি।

(ওএস/এটিআর/ মে ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test