E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশকে থাইল্যান্ড বানানোর ষড়যন্ত্র হচ্ছে

২০১৪ মে ২৫ ১৪:০৪:২৭
দেশকে থাইল্যান্ড বানানোর ষড়যন্ত্র হচ্ছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশকে থাইল্যান্ডের মত পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করনে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতি সব সময়ই ষড়যন্ত্রের। স্বাধীনতা বিরোধীদের নিয়ে বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করেছেন। তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা এখন বাংলাদেশকে থাইল্যান্ডের মত করতে চায়।

‘আরও পচন ধরলে আন্দোলন’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নেত্রী অনেক আল্টিমেটাম দিয়েছেন। কোনোটাই কাজে আসেনি। তাদের পচনশীল নেতারা আন্দোলনে আসেনি। তাকে আমি বলবো, নিজের ও দলের গন্ধ নেন। নিজের দলের পচন ধরে উৎকট গন্ধ বেরুচ্ছে। নেতাদের মাঝে পচন ধরেছে। আপনি বলেছেন, শুদ্ধি অভিযান চালাবেন। এখনই ওই অভিযান চালিয়ে নিজের দলকে পচন থেকে রক্ষা করেন।

যাদের কারণে আজ আপনার দলে পচন ধরেছে। তাদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান হাছান মাহমুদ।

সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঢাকা মাহনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, শিক্ষক নেতা শাহ আলম সাজু, আওয়ামী লীগ নেতা জিএম আতিক প্রমুখ।

(ওএস/এটিআর/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test