E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে সরকার

২০১৪ মে ২৪ ১৫:৪২:৫১
সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে সরকার

স্টাফ রিপোর্টার : আইনজীবীদের সমাবেশ করতে না দিয়ে সরকার জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনজীবীদের সমাবেশ করতে না দিয়ে সরকার জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। সেজন্য গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠায় দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দেশব্যাপী খুন, গুমের প্রতিবাদে আইনজীবীদের এ সমাবেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হওয়ার কথা থাকলেও অনুমতি না নেওয়ার অভিযোগ তুলে পুলিশ তা বন্ধ করে দেয়। পরে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, আইনজীবী সমিতির সমাবেশ করতে না দেওয়াই প্রমাণ করে গণতন্ত্র কোন পর্যায়ে আছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিচারকরা স্বাধীনভাবে বিচার কার্যক্রম করতে পারছে না। দেশের জন্য এটি ভয়ংকর দিক। বিচার বিভাগের স্বাধীনতা অটুট রাখার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা খারাপ মন্তব্য করে তিনি বলেন, ২২ তারিখ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে খুন গুমের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা করতে না দিয়ে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই দাবি করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপির এ নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার ছাড়া সংগঠনের আইনজীবীরা। এছাড়া সারাদেশ থেকে প্রতিটি জেলা বারের আইনজীবীরা সমাবেশে যোগ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান সমাবেশে উপস্থিত ছিলেন।


(ওএস/এটিআর/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test