E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অবৈধ সরকার ভয়ে কোন সমাবেশ করতে দিচ্ছে না : খালেদা জিয়া

২০১৪ মে ২৪ ১৩:৫১:৩০
অবৈধ সরকার ভয়ে কোন সমাবেশ করতে দিচ্ছে না : খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : অবৈধ সরকার ভয়ে কোন সমাবেশ করতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদীবাদী আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ভয়ে তারা আজ কোন সমাবেশ করতে দিতে চায় না।

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বেশি বাড়া ভালো নয়। কথায় আছে না অতি বড় হয়ো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়ো না ছাগলে মুড়ে খাবে।

বেগম জিয়া বলেন, বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে র‌্যাবকে ব্যবহার করছে। আমরা কখনো র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করিনি।

এর আগে খালেদা জিয়া বেলা সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌছান।

অব্যাহত খুন ও গুমের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল ১০টায় এই সমাবেশ হওয়ার কথা ছিলো। কিন্তু শুক্রবার রাত থেকেই সেখানে অবস্থান নেয় পুলিশ। পুলিশি বাধায় শেষ পর্যন্ত আইনজীবীরা সেখানে সমাবেশ স্থগিত করে প্রেসক্লাবে এসে সমবেত হন।

প্রেসক্লাব মিলনায়তনের এই সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ আরও অনেকে।

(ওএস/এটিআর/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test