E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপির সম্মেলনে পুলিশের বাধা

২০১৪ মে ২২ ১২:২৭:০২
বিএনপির সম্মেলনে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার : রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন বিএনপির ডাকা সম্মেলন করতে দিচ্ছে না পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সারাদেশে খুন, গুম ও অপহরণের প্রতিবাদে নিহত ও অপহরণ হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সম্মেলন হওয়ার কথা ছিলো।

সকালে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের নেতৃত্বে সম্মেলন মঞ্চের কাজ করা হচ্ছিলো। এ সময় শাহবাগ থানার কয়েকজন পুলিশ সদস্য গিয়ে কাজ বন্ধ করে দেন এবং রুমে তালা ঝুলিয়ে দেন।

এ সময় পুলিশ সদস্যরা বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় এখানে কোনো ধরনের সম্মেলন হবে না।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সম্মেলন করতে বিএনপি প্রশাসনের কোনো অনুমতি নেয়নি। তাই সম্মেলন করতে দেওয়া হবে না।

এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, শায়রুল কবির খান প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, সুশীল সমাজ ও সচেতন মহলের নাগরিকদের থাকার কথা ছিলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের পাশে বিপুল সংখ্যাক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

(ওএস/এইচআর/মে ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test