E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের ৫৪ নেতাকর্মী কারাগারে

২০১৪ মে ২২ ১০:১৯:১৬
গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের ৫৪ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি : বিস্ফোরকদ্রব্য আইনের এক মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি-জামায়াতের ৫৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে গোবিন্দগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সাত পুলিশসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার বুধবার সন্ধ্যায় তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ পুলিশসহ ২০ জন আহত হন। পরে পুলিশ বাদী হয়ে ১৯৯ জন নামীয় ও আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে।

তিনি আরও জানান, বুধবার আদালতে আসামিদের মধ্যে ৬৮ জন আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক ১৪ জনের জামিন মঞ্জুর করে বাকি ৫৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেন দেন।

(ওএস/এইচআর/মে ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test