E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণিকা প্রকাশ করবে আওয়ামী লীগ

২০১৪ মে ২০ ১৯:৪৯:২৬
প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণিকা প্রকাশ করবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার : ইতিহাস, ঐতিহ্য, গৌরব সমৃদ্ধির ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক ও বর্ণিলভাবে পালনের জন্য একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

স্মরণিকায় জন্মলগ্ন থেকে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন-সংগ্রামে দলের বিরোচিত ভূমিকা ও গৌরবোজ্জল অতীতের চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা, আওয়ামী লীগের নেতারাসহ দেশবরেণ্য খ্যাতিমান লেখকদের লেখা স্মরণিকা প্রকাশের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরারও সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।

স্মরণিকায় আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও ইতিহাস ঐতিহ্যের আলোক চিত্র প্রকাশের জন্যও আলোচনা হয়। এ লক্ষ্যে আগামী ১০ জুনের মধ্যে লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে স্মরণিকা প্রকাশনা উপ-কমিটির এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্মরণিকা প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক আবদুল লতিফ সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

আগামী ২৫ মে, রোববার বিকাল পাঁচটায় একই স্থানে পুনরায় স্মরনিকা প্রকাশনা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে বলেও সংবাদ বিহজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা:

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test