E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

খালেদাকে মোদি ধন্যবাদ জানালেন

২০১৪ মে ১৯ ০৮:১৪:৪৪
খালেদাকে মোদি ধন্যবাদ জানালেন

ডেস্ক রিপোর্ট : বিশ্ব নেতাদের মধ্যে সর্বপ্রথম অভিনন্দন বার্তা পাঠানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুলশানের নিজ কার্যালয় থেকে রবিবার রাত সোয়া ১০টায় নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন খালেদা জিয়া। এ সময় মোদি খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।

এর আগে শুক্রবার ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন খালেদা জিয়া।

টেলিফোনে দুই নেতার মধ্যে সাত মিনিটের অধিক সময় কথা হয় জানিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের জানান, ‘ম্যাডাম (খালেদা জিয়া) সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নিবার্চনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।’

তিনি জানান, ‘খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে মোদিকে বলেন, ভারতের জনপ্রিয় নেতা হিসেবে আপনার বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি সুদৃষ্টি থাকবে। বিশেষ করে দুই দেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্ত সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। একই সঙ্গে দুই দেশের অমীমাংসীত ইস্যুগুলো সমঝোতাসহ মর্যাদারভিত্তিতে সমাধানে মোদির প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

ফোনালাপে খালেদা জিয়া মোদিকে বলেন, আপনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমি বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জনে আপনাকে এবং ভারতের জনগণকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

মোদি এ সময় খালেদা জিয়ার অভিনন্দনের জবাবে জানান, আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি জয়ের পর আপনিই প্রথম আমাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

ফোনালাপের সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

(এইচআর/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test