E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৮ মামলায় আত্মসমর্পণ করবেন ডেমরার সাবেক এমপি সালাহউদ্দিন

২০১৪ মে ১৮ ১০:৪৫:৩১
৮ মামলায় আত্মসমর্পণ করবেন ডেমরার সাবেক এমপি সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার : ৪টি হত্যা মামলাসহ ৮ মামলায় আদালতে আত্মসমর্পণ করবেন ডেমরার সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ।

রবিবার তিনি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুর রাজ্জাক। তিনি জানান, মামলা চারটির মধ্যে তিনটি যাত্রাবাড়ী, দুটি রমনা থানার। আর শাহবাগ, ডেমরা ও শ্যামপুর থানার একটি করে মামলায় সালাহউদ্দিন আত্মসমর্পণ করবেন।

তিনি আরও জানান, সবগুলো মামলায় গত ১১ ফেব্রুয়ারি সালাহউদ্দিন আহমেদ হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পান।

একাধিক ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলোর শুনানি হবে।

সরকার বিরোধী আন্দোলনে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে গাড়ি পোড়ানো, পুলিশের কর্তব্য কাজে বাধা, যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় ঢাকার বিভিন্ন থানার মামলাগুলো দায়ের করা হয়েছিল।

(ওএস/এইচআর/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test