E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে পররাষ্ট্রনীতির বদল হয় না : তোফায়েল আহমেদ

২০১৪ মে ১৭ ১২:২০:৫০
ভারতে পররাষ্ট্রনীতির বদল হয় না : তোফায়েল আহমেদ

স্টাফ রিপের্টার : ভারতে ক্ষমতার পালাবদল হলেও পররাষ্ট্রনীতির পরিবর্তন হয় না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।

আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ’৯৬ সালেও বাংলাদেশ শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেয়েছিল। সেই লক্ষ সামনে রেখে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি ঠিক করা হবে।’

৯৬ সালেও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ ক্ষমতায় ছিল। সেই সময় ভারতের প্রধানন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ি।

শুক্রবার ভারতে ভোটের ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি’র নেতৃত্বাধীন জোট এনডিএ। বিজেপি ভোটের আগে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে মনোনয়ন দেন। ২১ মে মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

তন্ত্রীমন্ত্রী হাসানুল হক ইনু দলবাজি, টেন্ডারবাজি ছেড়ে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঞ্চজ দেবনাথ প্রমুখ।

(ওএস/এইচআর/মে ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test