E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করে যাচ্ছে: হাছান মাহমুদ

২০১৪ মে ০৯ ১৫:২৩:৫৩
দেশের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করে যাচ্ছে: হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার : বিরোধী জোট এখন আবার নতুন খেলায় মেতে উঠেছে দাবি করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে দেশে মানুষের ঘনত্ব সর্বোচ্চ ও জমির পরিমাণ সর্বনিম্ন সে খাদ্য ঘাটতির দেশ শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতি কমাতে সক্ষম হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত ডিজিটাল বাংলাদেশ।

মোবাইলে গহীন দ্বীপেও টাকা পৌছে যায়। ১৬ কোটি মানুষের দেশে ১৫ কোটি মোবাইল সিম ব্যবহারকারী। এই উন্নয়নমূখী দেশের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করে যাচ্ছে। নির্বাচনের আগে ও পরে সহিংসতা আর নৈরাজ্যে নেমেছিল। এখন আবার নতুন খেলায় মেতে উঠেছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হতাশার গহ্বরে নিমজ্জিত হয়ে বিএনপি বার বার বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, হত্যা-গুমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল ও সরকার আন্তরিক।

তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে আমরা হত্যা-গুমের রাজনীতি থেকে বেরিয়ে আসবো। যারা হত্যাগুমের রাজনীতি করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব।

তিনি বলেন, যারা দিনেদুপুরে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ মারে। এটা খতিয়ে দেখা প্রয়োজন। যারা প্রকাশ্যে চোরাগুপ্তা হামলার নির্দেশ দিয়েছেন তাদেরও বিচারের আওতায় আনা প্রয়োজন।

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে তার উত্তম আশ্রয় কামনা করেন।

বঙ্গবন্ধু একাডেমী’র উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, উপ-কমিটির সহ সম্পাদক গোলাম সরওয়ার কবির, আসাদুজ্জামান দূর্জয়, সম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।

(ওএস/এটি/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test