E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজনীতি এখন আতঙ্কের বিষয়: হাফিজ উদ্দিন

২০১৪ মে ০৯ ১৪:৪৩:৫৩
রাজনীতি এখন আতঙ্কের বিষয়: হাফিজ উদ্দিন

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতি এখন আতঙ্কের বিষয়। রাজনীবিদ শুনলে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। আগামীদিনে ভুল থেকে শিক্ষা নিয়ে আন্দোলনে নামতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই অপেক্ষা করছি কবে সরকারের ওপর গজব নামবে। আবারো রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে এ গজব ত্বরান্বিত করতে হবে।

হাফিজ বলেন, এমন একটি নির্বাচনী ব্যবস্থা খুঁজে নিতে হবে যাতে করে প্রকৃত রাজনীবিদরা জাতীয় সংসদে আসীন হতে পারেন। নির্বাচন কমিশনকে কলঙ্কমুক্ত করতে হলে নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি। যারা দলনিরপেক্ষ ব্যক্তি হবেন তাদেরই কমিশনে নিয়োগ দিতে হবে। এজন্য চাই ভারতের মতো শক্ত নির্বাচন কমিশন। রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে কমিশন।

‘নিরাপত্তা সংকটে নাগরিক জীবন: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রেজাউল কবির শিকদার। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক মাহবুব উল্লাহ ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

(ওএস/এটি/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test