E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিএনপির সাথে সংলাপের কোন সুযোগ নেই’

২০১৪ ডিসেম্বর ৩০ ১৬:৫৯:২৮
‘বিএনপির সাথে সংলাপের কোন সুযোগ নেই’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা বলি সংলাপ আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেন আল্টিমেটাম। আমরা বার বার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছি, কিন্তু তিনি সাড়া দেননি।

মঙ্গলবার দুপুর আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, এখন আর বিএনপির সাথে কোন সংলাপের সুযোগ নেই। যারা মানবধাবিরোধীদের সাথে নিয়ে আন্দোলন করে তাদের সাথে কোন সংলাপ হবে না।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জনগণকে সাথে নিয়ে আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। তারা বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক ধারা ন্যাসাৎ করতে চায়। তাদেরকে প্রতিরোধ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বাংলাদেশের উন্নয়ন হউক খালেদা জিয়া চান না। তিনি বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র বজায় রাখবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এ.কে এমদাদুল বারী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মুামুন সরকার প্রমুখ।

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে শুরু করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(ওএস/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test