E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্রের প্রস্তাব থেকে সরে এলো জামায়াত

২০২৫ এপ্রিল ২৮ ১৯:১৮:৫০
রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্রের প্রস্তাব থেকে সরে এলো জামায়াত

স্টাফ রিপোর্টার : মিয়ানমা‌রে রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যকে পূর্ণ স্বাধীনতার মর্যাদা দিয়ে রাষ্ট্র গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে জামায়াতে ইসলামী। গত রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফরে আসা চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে দলটি নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

ত‌বে সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃ‌তি‌তে তি‌নি আগের দি‌নের বক্ত‌ব্যের ব‌্যাখা দি‌য়ে‌ ব‌লেন, যে বক্তব্য দিয়েছি তাতে মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা ও তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বুঝাতে চেয়েছি। আমার বক্তব্যের মাধ্যমে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তা এ বিবৃতির মাধ্যমে নিরসন হবে বলে আমি আশা করি। এটিই বাংলাদেশ জামায়াতের দৃষ্টিভঙ্গি।

রবিবার ব্রিফিং‌য়ে ডা. তাহের বলেন, ১২ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। আমরা সমাধান হিসেবে রোহিঙ্গাদেরকে নিজ ভূমিতে পুনরায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছি। এ বিষয়ে আমরা নির্দিষ্টভাবে রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যকে পূর্ণ স্বাধীনতার মর্যাদা দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি। চীন এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বলেছেন, জামায়াতের প্রস্তাবের বিষয়ে বেইজিং সরকারকে বলবেন।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test