E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে খেলাফত মজলিস

২০২৫ এপ্রিল ২৩ ১২:৫১:৫৬
আজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার : ভারতের সংসদে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বুধবার ভারতীয় হাইকমিশনের অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাদ জোহর এ কর্মসূচি শুরু হবে বলে এক বিবৃতিতে মঙ্গলবার জানান সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিবৃতিতে তারা বলেন, আমরা ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করি। এ আইন মুসলমানদের পবিত্র ধর্মীয় সম্পদ হরণের মাধ্যমে ভারতীয় মুসলিমদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার একটি ষড়যন্ত্র। একইসঙ্গে ভারতে মুসলিম নির্যাতনের ধারাবাহিকতা বিশ্ব বিবেককে উদ্বিগ্ন করে তুলেছে।

তারা বলেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে জানিয়ে দিতে চায় যে, এ ধরনের বৈষম্যমূলক আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আন্তর্জাতিক মহল ও বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই-ভারতের এ নীতির বিরুদ্ধে কূটনৈতিকভাবে তৎপর হোন এবং নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ান।

বিবৃতিতে দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ইসলামী অনুভূতিসম্পন্ন সব নাগরিকসহ সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

(ওএস/এএস/এপ্রিল ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test