E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিচারের আগে আ.লীগ কীভাবে ফিরবে, বোধগম্য নয়’

২০২৫ এপ্রিল ২২ ১৩:০০:৩৩
‘বিচারের আগে আ.লীগ কীভাবে ফিরবে, বোধগম্য নয়’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কী? এছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? দেশের একটি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যে দলটি হয়েছে তাদের একজন এ ইস্যুতে ইতোমধ্যে পদত্যাগও করেছেন।

আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব বলেন।

তিনি আরও বলেন, তবে আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-জনগণ এর সিদ্ধান্ত নেবে। জনগণকে এ সিদ্ধান্ত দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test