E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সুবিধাপ্রাপ্তরা সংস্কারের কথা বলছেন’

২০২৫ এপ্রিল ১৪ ১২:১০:০২
‘সুবিধাপ্রাপ্তরা সংস্কারের কথা বলছেন’

স্টাফ রিপোর্টার : সংস্কারবাদীদের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,‘বড় বড় জায়গায় বসে, এয়ারকন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছেন। আজ যারা সংস্কারের কথা বলছেন, এরা সুবিধাপ্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদের বেতন-বোনাস-ভাতা দিচ্ছে, তার ওপর বসে তারা সংস্কারের কথা বলছেন।’

রবিবার (১৩ এপ্রিল) বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুায়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি এসব সুবিধার ভেতর থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলেছে, তখন বিএনপি একদিকে রাজপথে স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, আরেকদিকে দেশ গঠনের চিন্তা করেছে।’

তিনি বলেন, এখন যারা আগে সংস্কারের কথা বলছেন, তাদের মধ্যে কতজন স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছেন? সেই সময় রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন?

তারেক রহমান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশজুড়ে হাজার হাজার নেতাকর্মী যখন কারাবন্দি, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং তারা যখন হয়রানির শিকার হচ্ছেন, সেসময় বিএনপি রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলেই জনগণের ভাগ্য পরিবর্তনে দেশে সংস্কার করা হবে।

তারেক রহমান বলেন, হতে পারে আমাদের ভুলত্রুটি আছে, হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে, হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত। কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে, কেউ যদি অন্যায় করে থাকে, তাহলে আমরা কোনো ডিনায়ালের (অস্বীকার) মধ্যে নেই।

তিনি বলেন, আমরা এখনো দেখছি, অনেক রাজনৈতিক দল আছে, কারও নাম বলবো না, তাদের বিভিন্নজনের বিভিন্ন বিষয়ের খবর, তাদের সদস্যদের আপনারা দেখছেন, আকাশে বাতাসে কান পাতলেই আমরা শুনতে পাচ্ছি। বাট, কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে, অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তারা তাদের অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

সেখানে বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে, যারা দলের ভেতরে থেকে অন্যায় করছে, যেটা সামনে আসছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, আমরা ডিনায়ালে নেই। কারণ, আমরা বলেছি, অন্যায়কারী কোনো দলের সদস্য হতে পারে না। অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারীই। অন্যায়কারীর সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য দেশের জন্য বেটার (আরও ভালো) কিছু করা, কিন্তু দল একা পারবে না। আপনাদের সবাইকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই আপনারা প্রত্যেকটি মানুষ যখন এগিয়ে আসবেন, তখনি আমাদের পক্ষে সম্ভব ৩১ দফা বাস্তবায়ন করা।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test