E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জামায়াত কারো চোখ রাঙানি পরোয়া করে না’

২০২৫ এপ্রিল ০৬ ১৩:১৭:০৫
‘জামায়াত কারো চোখ রাঙানি পরোয়া করে না’

স্টাফ রিপোর্টার : জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ, সন্ত্রাসের কোন সুযোগ নেই।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৩০০টি আসনে জামায়াতে ইসলামি প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির প্রফসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চলটিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, এ্যাড: আ স ম সায়েম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, মহিউদ্দিন, সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, কর্মপরিষদ সদস্য ও অধ্যক্ষ মাহবুবুল আলম ও জেলা জামায়াতের শূরা সদস্য খবিরুল ইসলাম।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test