E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে’

২০২৫ এপ্রিল ০২ ১৬:৫৭:২১
‘ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে’

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের স্পিরিটের ওপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফলে গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নিবার্চন দিন।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইনিকরণ করবে।

অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

(ওএস/এসপি/এপ্রিল ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test