E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোশ্যাল মিডিয়া

‘ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে’

২০২৫ মার্চ ২৯ ১৭:৩৯:২২
‘ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে’

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লিখেছেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ২০ হাজারেরও অধিক মানুষ মন্তব্য করেছেন।

সোহেল বীর নামে একজন লিখেছেন, এ জাতির সৌভাগ্য একজন ড. ইউনূস পেয়েছে।

আজাদ আবুল কালাম লিখেছেন, আমারও একই আকাঙ্ক্ষা।

দেলোয়ার আকন্দ সৌরভ লিখেছেন, ড. ইউনূস সারা পৃথিবীর গর্ব।

তারেক হাসান নামে আরেকজন লিখেছেন, এভাবেই কমপক্ষে ৫ বছর চলমান রাখা যায় কিনা সেটাই চেষ্টা করেন। জনগণ এর সুফল ভোগ করতে শুরু করেছে ইতোমধ্যেই।

প্রসঙ্গত, চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test