E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আ.লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে’

২০২৫ মার্চ ২৩ ১৩:৩৯:১৯
‘আ.লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে’

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আন্দোলনের মাধ্যমে পরবর্তী সময়ে টাইমফ্রেম দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে, তাদের সঙ্গে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে।

শনিবার (২২ মার্চ) সিলেটে আয়োজিত এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে ক্যান্টনমেন্টসহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আসা উচিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এটা শিষ্টাচার বহির্ভূত, সেনাবাহিনীর চাপ প্রয়োগ বিষয়টি নিয়ে কোনো কনফ্লিক্ট সৃষ্টি হবে না।”

আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে করবে, তাদের শক্ত হাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে।”

সিলেট নগরীর বালুচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ছিল এনসিপি আয়োজিত সিলেটে প্রথম কোনো অনুষ্ঠান। এতে অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, অর্পিতা শ্যামা দেব, অনিক রায়, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার নুরুল হুদা জুয়েল বক্তব্য দেন। ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থান আহত ও শহিদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test