E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নির্বাচন করার অধিকার নেই’

২০২৫ মার্চ ১১ ১৪:৩৮:৩০
‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নির্বাচন করার অধিকার নেই’

স্টাফ রিপোর্টার : যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানে না, তাদের এ দেশে নির্বাচন করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবেক মন্ত্রী মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ ও মশিয়ূর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি।

তিনি বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। আর এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। এক এগারোর পর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল।

বুলু বলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ যাদু মিয়া। বারবার দেশের গণতন্ত্রের সংকটে এমন রাজনীতিবিদ প্রয়োজন।

তিনি বলেন, শিগগির দেশে একটি রোডম্যাপ দেবেন। উপদেষ্টারা পদত্যাগ করে সরকারের সবকিছু ব্যবহার করে টাকা খরচ করে কীভাবে দল গঠন করেছে?

বুলু বলেন, জামায়াতে ইসলামির আমির এক সময় ছাত্রলীগের রাজনীতি করেছেন। তিনি বলেন, একাত্তর দেশের মূল স্তম্ভ যারা মানে না তাদের ভোট চাওয়ার যোগ্যতা নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার অবদান রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্র ফিরে আসবে। তাই সেই পথেই গিয়ে দেশকে বাঁচাতে হলে আমাদের কাজ করতে হবে। বিএনপি নির্বাচনমুখী দল, তাই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাই।

আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ খান, ভাসানী স্মৃতি সংসদ ও মশিয়ূর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ন্যান্সি রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম চৌধুরী বক্তব্য দেন।
(ওএস/এএস/মার্চ ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test