E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘সমস্যা সমাধানের জন্য দরকার নির্বাচিত সরকার’

২০২৫ মার্চ ১০ ২৩:৪৩:৫৫
‘সমস্যা সমাধানের জন্য দরকার নির্বাচিত সরকার’

স্টাফ রিপোর্টার : বাস্তব সমস্যা সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অপর্ণ ও মোনাজাত শেষে তিনি একথা বলেন।

মাগুরার শিশু ধর্ষণের প্রসঙ্গ উল্লেখ করে আলাল বলেন, যে কোনো সরকারের মধ্যেই দায় থাকে। দায় থাকে বলেই আমরা সরকারের ভেতরে তৎপরতা দেখতে পাচ্ছি। বিচার বিভাগেও দেখতে পাচ্ছি।

তিনি বলেন, বিষয়টি হলো আগে সেন্সরশিপ ছিল যে কারণে এতোটা খবর আসতো না। এখন যেহেতু সেই সেন্সরের বাধাটা নেই তাই আমরা খবরগুলো জানতে পারছি। খুব দ্রুত বিচার করা উচিত।

এসময় মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি এ কে এম মুসা লিটন, সিনিয়র সহ-সভাপতি খাজা মইনুদ্দিন মঞ্জু, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার, যুগ্ম মহাসচিব সাইদুর রহমান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test