E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জনগণের সাথে যখন কোন সম্পর্ক থাকে না তখন সে ফ্যাসিস্টে পরিনত হয়’

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৯:০৩:৫৮
‘জনগণের সাথে যখন কোন সম্পর্ক থাকে না তখন সে ফ্যাসিস্টে পরিনত হয়’

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : দীর্ঘ ১৯ বছর পর আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত বিএনপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় পৌরপার্কে কেন্দ্র ঘোষিত বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন আওয়ামী লীগ প্রধান ও তার নেতা-কর্মিদের সাথে জনগনের কোন সম্পর্ক গড়ে না ওঠায় শেখ হাসিনা ও তার সরকার ফ্যাসিস্টে পরিনত হয়ে ওঠে উল্লেখ করে বলেন, রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়। তাকে জুলুমবাজ হতে হয়। তখন তাকে খুন, গুমের আশ্রয় নিতে হয়। এটি হলো ফ্যাসিবাদ।

প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, অন্তবর্তী কালীন সরকার দেশে ডেভল হান্ট কর্মসূচী শুরু করেছেন। কিন্তু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসংখ্য ডেভিল রয়েছে। তিনি এই গোপালগঞ্জ থেকে ডেভিল হান্ট কর্মসূচী শুরু করার দাবী জানান।

জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাবেক দলের সভাপতি এস,এম জিলানী, ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,জেলা বিএনপির সাবেক সভাপতি এফই সরফুজ্জামান জাহাঙ্গীর, এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. কেএম বাবার সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলার ৫ উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে গোপালগঞ্জের এ সমাবেশ থেকে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

০২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test