E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘হাজারবার ফাঁসি দিলেও হাসিনার অপরাধের বিচার শেষ হবে না’

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৯:২৪:৪৩
‘হাজারবার ফাঁসি দিলেও হাসিনার অপরাধের বিচার শেষ হবে না’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা যে অপরাধ করেছে হাজারবার ফাঁসি দিলেও তার বিচার যথেষ্ট হবে না। শেখ হাসিনা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে তার বিচার এই বাংলায় করতে হবে। দেশে নিত্যপ্রোজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তিনি।  

আজ রবিবার বিকালে হযরত খানজাহান (রহঃ) দরগা মাঠে বাগেরহাট জেলা বিএনপি জনসভায় প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু আরো বলেন, নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার ও উন্নডন নিশ্চিত করতে পারে। বর্তমান দেশকে অস্থিতিশীল পরিস্থিতি দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এখন বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমান প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। এদেরকে খুঁজে বের করতে হবে। বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে হয়েছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোন তালবাহানা মেনে নেয়া হবেনা।

বাগেরহাট জেলা বিএনপি জেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, শেখ ওহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, শেখ কামরুল ইসলাম গোরা, প্রকৌশলী মাসুদ রানা, খাদেম নিয়ামিুল নাসের আলাপ, ব্যারিষ্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম প্রমুখ।

দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ১৭ বছর পর এই প্রথম বিশাল সমাবেশে যোগ দেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test