E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে দেয়া হবে না’

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৮:২০:৪৫
‘স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে দেয়া হবে না’

মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কোনো অবস্থাতেই স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে দেয়া যাবেনা।

তিনি জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পিছানোর কথা বলছেন অন্যদিকে আবার সারাদেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছেন। ফ্যাসিবাদি সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিলো কিন্তু তাতেও তাদের হুশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

আজ শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নতি, ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, মোদি সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন।

বর্তমান অন্তর্বতী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, তারা নির্বাবাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্বে তাদের এই তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমটিরি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিল ও জীবা আমিনা আল গাজীসহ ছাত্রদল যুবদল, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল থেকে ইউনিয়ন ও উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত করেন।

(এমআর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test