E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী’

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ২২:৩৯:৪৪
‘তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে পাটকেলঘাটা হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তালা উপজেলা শাখার আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশররফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহি কমিটির প্রকশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক জনাব রহমতুল্যাহ পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু, তালা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে সাতক্ষীরা জেলার নব গঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা জানিয়ে বলেন, তালা কলারোয়ার মাটি বিএনপির ঘাটি। আমি এমপি থাকাকালিন তালা কলোরোয়ার অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। আমি নির্বাচিত হলে তারই ধারাবাহিকতা বজায় রাখতে চায়। বিগত ফ্যাসিষ্ট সরকার জনগণের প্রতি যে নির্যাতন করেছে তার বিচার আমরা চায়। শেখ হাসিনার সরকার নির্যাতনের মাত্রা এত ছাড়িয়ে গিয়েছিল যে জনগণ আবাবিল পাখির মত তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা যেন সেই ফ্যাসিষ্ট সরকারের অনুসারী না হই।

তিনি আরো বলেন, তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন এবং আগামী দিনের প্রধান মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তিনি তালা উপজেলা বিএনপির কর্মীদের ভূয়সী প্রসংশা করে বলেন, আমি কারাগারে থাকা কালিন এ উপজেলার হাজার হাজার নেতা কর্মীরা কম পক্ষে ২শত দিন কোর্ট প্রাঙ্গনে আমাকে আলোকিত করেছিল ও আমাকে সাহস দিয়েছিল। আদালন প্রাঙ্গন প্রকম্পিত করেছিল। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বচ্ছ ভাবে কাজ করে যান। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ওয়ার্ড পর্যায় পর্যন্ত বাস্তবায়ন ও আগামী ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা রাজ্জাক পার্কের কর্মীসভায় অংশগ্রহণের জন্য সবাইকে আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে তালা উপজেলা বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

(আরকে/এএস/১৯ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test