E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘গত ১৫ বছরে দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল’

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৮:০৭:০২
‘গত ১৫ বছরে দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল’

রূপক মুখার্জি, নড়াইল : বিগত ১৫ বছরে স্বৈরাচারী শেখ হাসিনার ধ্বংস করা দেশকে এখন সামনে এগিয়ে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, বিগত ১৫ বছর দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে আমরা ৩১ দফা দাবি উপস্থাপন করেছি৷ এই ৩১ দফা হচ্ছে, বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার (শেখ হাসিনা সরকার) যে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে কীভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তার পরিকল্পনা।

আজ রবিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী (প্রথম পর্ব) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ ১৬ বছর পর আজ নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।

দলের মত দেশকেও পুনঃগঠন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যে-রকম দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি। একইভাবে দেশকেও পুনঃগঠন করতে হবে৷ এই রাষ্ট্রকে, রাষ্ট্র কাঠামোকে আমনদের মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কমবেশি যতটুকু সম্ভব হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম, বিভিন্ন কারণে হয়ত আসরা ততটুকু করতে পারিনি৷ কিন্তু তারপরও করার মধ্যে যতটুকু করেছে, আপনাদের প্রিয় দল বিএনপিই করেছে৷

এসময় তিনি বলেন, আজকে সময় এসেছে, দেশকে পুনঃগঠন করার জন্য ঝাপিয়ে পড়তে হবে আমাদের। দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। যাতে করে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে। কৃষি ও কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনঃগঠন করতে হবে। যাতে দেশের প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি।

তিনি আরো বলন, সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আপনারা হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আপনারা সেই দুজন মানুষের সৈনিক, যাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ এবং দেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে এবং আপনাদের দলের দিকে তাকিয়ে আছে৷ যে, এই দলটি অতীতের মত দেশের মানুষকে দীশা দেখাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই সম্মেলনে আমরা দলকে পুনঃগঠনের উদ্যোগ নিয়েছি, দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগে নিয়েছি। একইভাবে যেকোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফা আলোকে দেশকে গড়ে তুলব।

এর আগে বেলা ১১ টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান। এসময় বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলি হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ প্রমুখ।

এরপর বিকাল ২ টার পর থেকে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ পর্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে নড়াইল জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টায় ভোট গ্রহণ শেষ হয়। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সহসভাপতি জুলফিকার আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ ও কামরুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test