E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৮:৪০:২৬
শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে ঘোষণা করেছে দলটি। খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে প্রার্থীর তালিকা মনোনয়ন বোর্ডে পাঠানোর বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা কার্যালয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে কেন্দ্রীয় মজলিশে শূ্রা সদস্য ও জেলার সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখ এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে কেন্দ্রীয় মজলিশে শূ্রা সদস্য ও জেলার সহ-সভাপতি মুফতি খবিরুদ্দীন এই তিন প্রার্থীর নাম কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি এখন থেকেই ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাওলানা শাব্বির আহমদ উসমানী বলেন, আমাদের তিনজন প্রার্থীই যোগ্য ও জনপ্রিয়। তৃণমূলের সভায় সর্বসম্মতিক্রমে তাদের নাম চূড়ান্ত করে মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। তারা মেধা, যোগ্যতা, দক্ষতা, মানবিকতা ও নেতৃত্বে সেরা। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে তাদের যথেষ্ট চাহিদা ও গ্রহনযোগ্যতা রয়েছে । আগামীর নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনের মানুষ এই খেলাফত মজলিসের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের প্রার্থীরা বিজয়ী হলে শরীয়তপুর একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাসযোগ্য,ঘুষ-দূর্নীতমুক্ত জেলায় পরিণত করবেন, ইনশাআল্লাহ।

(কেএনআই/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test