E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৯:৪৬:৪৯
প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশে একটা হতাশা কাজ করছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, সামনে মাহে রমজান। এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস। কিন্তু বাংলাদেশে রমজানকে ঘিরে বাজারে দ্রব্যমূল্যে কী অবস্থা হবে সেই শঙ্কায় মানুষ। মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই। ভীষণ কষ্টে আছে মানুষ। নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ যা চায় এটা হওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি, শান্তি, ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে।

এর আগে কাদের সিদ্দিকী তার দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাসাইল ইউএনও মোছা. আকলিমা বেগমের কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে ইউএনওর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া প্রমুখ।

(এসএম/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test