E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘হাসিনা-তসলিমার যৌথ প্রযোজনায় বাংলাদেশে বিশৃঙ্খলা’

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৪:০৮:৩৭
‘হাসিনা-তসলিমার যৌথ প্রযোজনায় বাংলাদেশে বিশৃঙ্খলা’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ভারতে পলাতক শেখ হাসিনা ও সে দেশে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের গোড়াপত্তন একই জায়গায়। শেখ হাসিনা ও তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

কিন্তু তাদের দেশীয় দোসরা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করলে সেটাও রুখে দেওয়া হবে। তার প্রতি যারা পিরিত দেখাও মনে রেখ, এ দেশের মানুষ সহনশীল, কিন্তু দুর্বল নয়। ’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর মাদরাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২৪ জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছে দাবি করেন মামুনুল হক বলেন, ‘১৯৭১ সালে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ভিনদেশি একটি শক্তি ছিনতাই করার চেষ্টা করেছে। বাংলাদেশের কোনো দল এ দেশে ধর্মনিরপেক্ষতার দাবি করেনি। কিন্তু আমরা দেখলাম, শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা ঘোষণা করে প্রকৃতপক্ষে বাহাত্তর সালেই বাংলাদেশকে ভারতের কাছে বলি দিয়েছিলেন। এভাবে বাহাত্তরে একটি চেতনা দাঁড় করানো হয়েছে। সেই বাহাত্তরের চেতনাকেই একাত্তরের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু একাত্তরের চেতনা ছিল মুক্তির চেতনা।

তিনি বলেন, ‘বাহাত্তরের চেতনা ছিল গোলামির চেতনা। বিগত ৫৩ বছর সেই দালালির চেতনাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে চালানোর চেষ্টা হয়েছে। এখন জুলাই-আগস্টের বিপ্লবও ছিনতাই করার চেষ্টা চলছে। তবে এটি করতে দেওয়া হবে না। বুকের রক্ত ঢেলে তার প্রতিবাদ করা হবে। ’

খেলাফত মজলিসের আমির বলেন, ‘শেখ হাসিনার রাজনীতির মূল নীতিই ছিল বিভাজন, ধ্বংসাত্মক ও গোলামি। বাংলাদেশে আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে মাফ চেয়ে তবেই রাজনীতি করতে হবে। ’

এ সময় দেশের সকল রাজনৈতিক দলগুলোকে দেশ বিরোধীদের মোকাবিলা করতে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান মামুনুল হক।

গণ-সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবুল বাশার। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মো. জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, রাজশাহী বিভাগ, মহানগর ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test